ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

মিশর যাচ্ছেন মেহজাবীন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ৪ নভেম্বর ২০২৪

আফ্রিকা ও আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসবের একটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবে অংশ নেয় বিশ্বের নামিদামি নির্মাতা, প্রযোজক ও শিল্পীরা। তাদের সঙ্গে এবার থাকছে বাংলাদেশেরও নাম। বাংলাদেশের হয়ে এই আসরেই বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’। 

চলচ্চিত্রে পা রেখেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসবে ছাপ রেখেছেন। সেই উদযাপনের মধ্যেই এলো এই নতুন খবর!

মেহজাবীন চৌধুরীর উৎসবে ‘প্রিয় মালতী’ ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো ছবির নাম দেখা গেছে।

সম্মানজনক এই উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অফিশিয়ালি চূড়ান্ত হয়েছে দেশের সিনেমা 'প্রিয় মালতী', ইংরেজিতে যার নাম হুইসপারস অফ এ থ্রাস্টি রিভার। ৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য করেছেন শঙ্খ দাসগুপ্ত ও আবু সাইদ রানা। গল্প রচনা ও পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত।

এর আগে চলতি বছরের এপ্রিলে নিজের দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’র ঘোষণা দিয়েছিলেন মেহজাবীন! এবারের চমক লাগা খবরটি এলো সেই ছবির সূত্র ধরেই।

‘প্রিয় মালতী’র একটি স্থিরচিত্র পোস্ট করে খবরটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। যা শেয়ার করে বাংলাদেশি সিনেমা সংশ্লিষ্টরা মেহজাবীন, শঙ্খ দাশগুপ্তকে অভিনন্দন জানাচ্ছেন।

এদিকে ‘প্রিয় মালতী’র একটি পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছেন,“আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ।”

এসময় মেহজাবীন বলেন,“আমরা কখনও ভাবিনি যে বাংলাদেশের উপর ভিত্তি করে তৈরি গল্প ‘প্রিয় মালতী’ আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিম এর জন্য একটি বিশাল সাফল্য। বিশ্ব প্রিমিয়ারের পর, আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।”

জানা যায়, মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। গত বছরের সেপ্টম্বর-অক্টোবরের দিকে হয়েছে এই সিনেমার শুট। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে দৃশ্য।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি